News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:23 PM
 423           
 0
 20 Jun 16, 11:23 PM

ঈদ পর্যন্ত চট্টগ্রাম বন্দর এলাকার সব ব্যাংক শনিবারও খোলা রাখার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ঈদ পর্যন্ত চট্টগ্রাম বন্দর এলাকার সব ব্যাংক শনিবারও খোলা রাখার নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত আগ্রাবাদসহ চট্টগ্রাম বন্দর এলাকার সব ব্যাংক সাপ্তাহিক ছুটির দিন শনিবারও বাধ্যতামূলকভাবে খোলা রাখতে হবে । কন্টেইনার জট নিরসন, রমজানে ভোগ্য পণ্যের সরবরাহ নিশ্চিত ও বন্দর ব্যবহারকারীদের ভোগান্তি নিরসনের স্বার্থে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ এ বিষয়ে একটি সার্কুলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয় ।

সার্কুলারে বলা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র বা নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অন্য এলাকায় অবস্থিত এডি শাখা শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার যে নির্দেশনা রয়েছে তা বহাল থাকবে। তবে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, পবিত্র রমজানে ভোগ্য পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ ও বন্দর ব্যবহারকারীদের ভোগান্তি নিরসনের স্বার্থে আগামী ঈদুল ফিতর পর্যন্ত আগ্রাবাদসহ চট্টগ্রাম বন্দর এলাকার তফসিলি ব্যাংকের সব শাখা প্রতি শনিবার খোলা রেখে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম করতে হবে। ছুটির দিনে কাজে যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক যুক্তিসঙ্গত ভাতা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে পরামর্শও দেওয়া হয়েছে সার্কুলারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন