News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:09 PM
 373           
 0
 20 Jun 16, 11:09 PM

বাগেরহাটের মোরেলগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিউজ ডেস্ক: জেলেদের জন্য বরাদ্ধকৃত সরকারের বিশেষ ভিজিএফের ৩১ বস্তা চাল আত্মসাতের অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকালে মোরেলগঞ্জের বারইখালী ইউনিয়ন পরিষদ থেকে সফিকুর রহমান লাল নামে ওই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।

এ সময় পরিষদ থেকে সরকারের বিশেষ ভিজিএফের ৩১ বস্তা চাল জব্ধ করা হয়। গ্রেপ্তারকৃত সফিকুর রহমান লাল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গত ২২ মার্চ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া তিনি মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এ ব্যাপারে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, সরকার গত মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত বঙ্গোপসাগরে জাটকা (ছোট ইলিশ) আহরণ নিষিদ্ধ করে। ওই সময়ে প্রণোদনা হিসাবে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল বরাদ্ধ দেওয়া হয়। সরকারের ওই প্রণোদনায় বারইখালী ইউনিয়নের ১৮০ জন জেলেকে চার মাসের জন্য প্রতি মাসে ৪০ কেজি করে চাল বিতারণ করা হয়। জুন মাস ছিল জেলেদের চাল বিতরণে শেষ কিস্তি।

ইউএনওর তথ্য মতে, জেলেদের মাঝে চাল বিতরণের পরেও ওই ইউনিয়ন পরিষদে ৩১ বস্তা সরকারি চাল পাওয়া গেছে। প্রতি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। বিতরণের সময় ওজনে কম দিয়ে এবং বিভিন্ন ভাবে ওই চাল আত্মসাৎ করা হয়েছে। সরকারি ওই চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারমান সফিকুর রহমান লালকে গ্রেপ্তার করা হয়। বিশেষ ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, বিশেষ ভিজিএফ কার্ডধারী জেলেদের মধ্যে চাল বিতরণে অনিয়ম করা হয়েছে গোপন সূত্রে এমন খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারইখালী ইউনিয়ন পরিষদে ওই অভিযান পরিচালনা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন