News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:06 PM
 755           
 0
 20 Jun 16, 11:06 PM

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়

কবির কানন, ঢাবি সংবাদদাতা: আবারো বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে ।প্রতিবছর কিউএস ইউনিভার্সিটি এই র‍্যাংকিং প্রকাশ করে থাকে।এই বছর প্রকাশিত তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এশিয়ায় ১০৯ তম।গত বছর থেকে র‍্যাংকিয়ে ১৭ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রতিবারের মত এবারও এশিয়ার মধ্যে অনেক পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো। এই বছর এশিয়ার টপ ৩৫০ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের ২২ টি ও পাকিস্তানের ১১ টি বিশ্ববিদ্যালয়ের জায়গা করে নিয়েছে। যেখানে বাংলাদেশের মাত্র ২ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান গত বছরের তুলনায় ১৭ ধাপ এগিয়ে ১০৯ তম স্থানে উন্নিত হয়েছে, অপরদিকে বুয়েটের অবস্থান ৪২ ধাপ এগিয়ে ১৫৯ তম হয়েছে।

উল্লেখ্য সাবজেক্ট, গবেষণা,পড়ালেখার পরিবেশসহ বিভিন্ন ক্যাটাগরিতে এই র‍্যাংকিং করা হয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন