News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:02 PM
 504           
 0
 20 Jun 16, 11:02 PM

একাদশ শ্রেনিতে সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে চট্টগ্রাম ও মহসিন কলেজে ছাত্রলীগের প্রবেশে পুলিশের বাধা

একাদশ শ্রেনিতে সুষ্ঠুভাবে ভর্তি কার্যক্রমে অংশ নিতে চট্টগ্রাম ও মহসিন কলেজে ছাত্রলীগের প্রবেশে পুলিশের বাধা

নিউজ ডেস্ক: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের পর চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের বের করে দিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে দুটি কলেজ থেকে সরকার সমর্থক নেতাকর্মীদের বের করে দেওয়া হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিতে এক পুলিশসহ তিনজন আহতও হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে পাশাপাশি দুই প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজে ছাত্রলীগকর্মীরা অবস্থান নিলে পুলিশ গিয়ে তাদের ক্যম্পাস থেকে চলে যেতে বলে। এসময় তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করলে লাঠিপেটা করা হয়। এ ব্যাপারে সাবেক মেয়র মহিউদ্দিনের অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতা মাহমুদুল করিমের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে তাদের ওপর লাঠি চালিয়েছে। এতে তিনিসহ তিনজন আহত হয়েছেন।

তবে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, “কলেজে ক্লাস ছুটি থাকায় কলেজের প্রিন্সিপ্যাল ম্যাডাম ও কমিশনার স্যারের নির্দেশে ভর্তীচ্ছুক শিক্ষার্থী ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি।” কলেজের ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ দুটিতেই একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি। তিনি বলেন, “বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যাওয়ার কথা বলা হলে চট্টগ্রাম কলেজের ছাত্রলীগ নেতা মাহমুদুল পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। এ সময় মাটিতে পড়ে এক কনস্টেবল সামান্য আহত হন।”

অপরদিকে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালে দুই পক্ষের এই সংঘর্ষে ভর্তীচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ আজ সোম ও আগামী মঙ্গলবার কলেজে ক্লাস বন্ধের ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৬ বছর ডিসেম্বর বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের পর কলেজ দুটি নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগের একটি অংশ, যারা সাবেক মেয়র মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। এরপরে নাছির সমর্থক ছাত্রলীগের অন্য অংশ কলেজ দুটিতে তৎপরতা চালাতে গেলে দুই পক্ষে মারামারি বাঁধে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন