
নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুছের কাছে চরমপন্থী দলের পরিচয় দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। রবিবার বিকেলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এমএল) আঞ্চলিক নেতা মেজর জিয়াউর রহমান পরিচয় দিয়ে এই চাঁদা দাবি করা হয়।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুছ জানান, রবিবার আনুমানিক রাত আড়াইটার দিকে ০১৮৮২-৬২৮২৭৫ এই নাম্বার থেকে তার মোবাইল ফোনে কল আসে। ফোনটি রিসিভ করতেই অপর প্রান্ত থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পাটির (এমএল) আঞ্চলিক নেতা পরিচয় দিয়ে মেজর জিয়াউর রহমান তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এ সময় বলা হয়, সায়মা ইউনুস আমি মেজর জিয়া, কিছুদিন হলো কলকাতা থেকে দেশে এসেছি। পার্টির বেশ কিছু সদস্য বর্তমানে জেলহাজতে মানবেতর জীবনযাপন করছে। তাদের মুক্ত করতে পার্টির ৫০ লাখ টাকা দরকার। ইতিমধ্যে ৪০ লাখ টাকা জোগাড় করা হয়েছে। বাকি ১০ লাখ টাকা আপনাকে দিতে হবে। চাঁদার টাকা না দিতে পারলে পরিবারের সবাইকে হত্যা করা হবে।
জানা গেছে, এ বিষয়টি ওইদিন রাতেই জেলা প্রশাসক সায়মা ইউনুস চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসানকে অবহিত করলে পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ডায়েরি করেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক শরীফ হোসেন।