
নিউজ ডেস্ক: কুড়িগ্রামের রাজীবপুরে অপহরণ নাটক সাজিয়ে একটি পরিবারের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। আব্দুল মান্নান (২৫) নামের এক যুবককে দিয়ে অপহরণ নাটক সাজিয়ে ৭০ হাজার টাকা আদায়ের ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ার পর বিষয়টি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করে।গত ১৪ জুন উপজেলার কোদালকাটি এলাকার চরসাজাই গ্রামে এ ঘটনাটি ঘটে।
আর এ ঘটনার জন্ম দেন একই এলাকার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক ইউপি মেম্বার রেজাউল ইসলাম। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আজ সোমবার এ ঘটনা তদন্তে ঘটনাস্থলে উপস্থিত হন রাজীবপুর থানার এসআ আমিনুল ইসলাম। অভিযোগের সত্যতা পেয়েছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।
অভিযোগে জানা গেছে, একই এলাকার আব্দুল মান্নান (২৫) ও ফিরোজ মিয়া (২৫) দুই বন্ধু টাঙ্গাইল থেকে বাড়িতে আসার পথে সায়েদাবাদ এলাকয় পৌঁছানোর পর পরিকল্পিতভাবে আব্দুল মান্নান আত্মগোপন করে। এ অবস্থায় ফিরোজ মিয়া বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে ওই আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম ফিরোজ মিয়ার সঙ্গে থাকা আব্দুল মান্নান কোথায় বলে ফিরোজের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে।
এরই মধ্যে একটা ফোন আসে মান্নানকে জিম্মি করা হয়েছে। এজন্য এক লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে। আর এজন্য সব দোষ ফিরোজ মিয়ার ওপর চাপানো হয় এবং জোরপূর্বক তার পিতার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায় করে আওয়ামী লীগ নেতা রেজাউল। টাকা আদায় করার পর থেকে প্রকাশ্যে আসে মান্নান। ফিরোজ মিয়ার বাবা হানু মিয়া অভিযোগ করে বলেন, ‘এসব কারসাজি ওই রেজাউলের। মিথ্যা ভাবে ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকা নিছে তারা। এ বিষয়ে নব্য ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চাইলে বিচারের কথা বলে খালি তালবাহানা শুরু করে। এ অবস্থায় শনিবার রাজীবপুর থানায় আব্দুল মান্নান ও রেজাউল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করি।’
এ প্রসঙ্গে জানতে চাইলে কোদালকাটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন কবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি তো স্থানীয়ভাবে বসতে চেয়েছিলাম যে আসল ঘটনা জানার জন্য। পরে জানতে পারলাম থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এ ব্যাপারে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পৃথীশ কুমার সরকার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।