News71.com
 Bangladesh
 20 Jun 16, 09:09 PM
 467           
 0
 20 Jun 16, 09:09 PM

আগামী ৩ বছরে বাংলাদেশে ৫৫ হাজার ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে ।। আইসিটি প্রতিমন্ত্রী

আগামী ৩ বছরে বাংলাদেশে ৫৫ হাজার ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ দেয়া হবে ।। আইসিটি প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ তথ্য প্রযুক্তিখাতের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, আগামী তিন বছরে ৫৫ হাজার ফ্রি ল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। আমাদের দেশের তরুণ-তরুণীরাই তথ্য প্রযুক্তিতে নেতৃত্ব দেবে। তথ্য প্রযুক্তি খাত থেকে ২০২১ সাল নাগাদ ৫০০ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা হবে বলেও আশা করেন তিনি ।

আজ দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে ৫০ শতাংশ জনগোষ্ঠী ২৫ বছরের নিচে বয়স। ইতোমধ্যে সরকার ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের জন্য পদক্ষেপ নিয়েছে ।

গত ৫ বছরে ২০০৯- সাল থেকে আজ পর্যন্ত ৯ লাখ তরুণ-তরুণী বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। ৭৫ হাজার ছাত্র-ছাত্রীকে ট্রেনিং দেওয়া হয়েছে, যারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবে। তাছাড়া ২০ হাজার ছাত্র-ছাত্রীকে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আইসিটি খাত থেকে সব মিলিয়ে আমরা ৪০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন