
নিউজ ডেস্কঃ আজ সোমবার (২০ জুন) থেকে গাইবান্ধা পৌর এলাকার ভেজাল বাঁসি-পঁচা খাবার বিক্রয় প্রতিরোধে পৌরসভার উদ্যোগে একটি মনিটরিং টিম বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে গাইবান্ধার পৌর এলাকার পুরাতন বাজারসহ শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরা, ফাস্ট ফুড ও ইফতারের দোকানে বাঁসি-পঁচা খাবার, অস্বাস্থ্যকর ইফতার সামগ্রী জব্দ করে পৌরসভায় আনা হয়।
উল্লেখ্য শুধু রমজান মাসই নয়, গাইবান্ধা পৌর এলাকায় এখন থেকে সবসময় ভেজাল বাঁসি-পঁচা অস্বাস্থ্যকর খাবার প্রতিরোধে মনিটরিং টিমের অভিযান অব্যাহত থাকবে। এরপর থেকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল বিরোধী অভিযানকে আরও জোরদার করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানান পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
এসময় উপস্থিত ছিলেন- পৌরসভার পৌর প্যানেল মেয়র জিএম চৌধুরী মিঠু, তানজিমুল ইসলাম পিটার, স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুর রহিম আকন্দ, স্বাস্থ্য সহকারী মো. আব্দুল মোতালেব মিয়া, অফিস সহায়ক মো. মাজু মিয়া এবং হোটেল মালিক সমিতির তবারক হোসেন।