
নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে একাদশ শ্রেণীতে ভর্তির ফি জমা দেওয়া নিয়ে বিপাকে পড়েছে বিভিন্ন কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। কোথাও কোথাও নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকা নেওয়ারও অভিযোগ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, এবারে দেশব্যাপি এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন। এদিকে পছন্দের কলেজে ভর্তির জন্য ভর্তি ফি জমা দিতে গিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। শিওর ক্যাশের মাধ্যমে টাকা জমা দেওয়ার পদ্ধতি চালু করায় এই ঝামেলা বেড়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
এদিকে ঠাকুরগাঁওয়ে শিওর ক্যাশ (যমুনা ব্যাংক) এর এজেন্ট না থাকায় শুধু কলেজের সামনে একটি দোকানে ভর্তির ফি নেওয়া হচ্ছে। আর এই সুযোগে নির্ধারিত ফি'র থেকে বেশী টাকা নিচ্ছেন দোকানদাররা। ঠাকুরগাঁও মহিলা কলেজ ও সরকারি কলেজের সামনে গিয়ে দেখা যায়, সরকারি ফি মোতাবেক মানবিক বিভাগের জন্য ১ হাজার ৯ শত ৩০ টাকা জমা দেওয়ার কথা থাকলেও দোকানদার ফরম পুরন, ভ্যাটসহ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ২ হাজার ১ শত ৫০ টাকা নিচ্ছেন। এছাড়া মহিলা কলেজের সামনের দোকানে ফরম পুরন করার জন্য শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে।
ঠাকুরগাঁও মহিলা কলেজে ভর্তি হতে আসা বিভিন্ন ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে টাকা জমা দেওয়ার জন্য তারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। আগামীকালই টাকা জমা দেওয়ার শেষ দিন। আজ টাকা জমা দিতেই হবে। তারা পূর্বে জানতেন ফরমসহ ২ হাজার টাকা লাগবে। এখন এখানে টাকা বেশি চাচ্ছে। আবার টাকা আনার জন্য বাসায় যেতে হবে।
আরেক ভুক্তভোগী ছাত্রী জানান, “অন্য কোথাও টাকা জমা দেওয়া যাচ্ছে না। আমি দুই জায়গায় গেলাম। সবাই কলেজের সামনে দেখিয়ে দিচ্ছে। এখানে এসে দেখি বিশাল বড় লাইন। রমজান মাশে এত বড় লাইনে কি দাড়িয়ে থাকা যায়। তার উপরে এখানেই ফরম পুরন করতে হবে। এখানে কম্পিউটারে নেটের স্পিড নাই। কিন্তু আমাদেরকে বাধ্য করা হচ্ছে”।
এ বিষয়ে মহিলা কলেজের সামনের কম্পিউটার দোকানের মালিক জানান, শিওর ক্যাশ পাঠালে তাদের কোন লাভ হয় না। তাই ফরম পুরন ও খরচ বাবদ তারা টাকা বেশি করে নিচ্ছেন। এ বিষয়ে শিওর ক্যাশ এর ডিস্ট্রিবিউশন অফিসার সাহিন আলম এর সাথে কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে পালিয়ে যান।