
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় ইকোপার্কের কাছে মালবাহী একটি ট্রেনের বগি লাইচ্যুত হওয়ার ৫ ঘণ্টা ২০ মিনিট পর বগিটি উদ্ধারের পর উত্তর-দক্ষিণ বঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। আজ সকাল ৮টার দিকে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যে কারণে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস-খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও রাজশাহীগামী ধুমকেতু ট্রেনটি তিনটি বঙ্গবন্ধু পুর্বপাড়ে এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী সিল্কসিটি ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুটি পশ্চিমপাড়ে অনেকক্ষণ অপেক্ষমাণ ছিল।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক জানান, ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর বেলা ১.২০মিনিটে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এরপর প্রথমে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থেকে ছেড়ে যায়। পর্যায়ক্রমে অপেক্ষামান বাকী চারটিও গন্তব্যের দিকে ছেড়ে যাবে বলে তিনি জানিয়েছেন।