
নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে আজ সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হলেও সকাল পেরুনোর আগেই ৪ জুলাইয়ের বিভিন্ন গন্তব্যের টিকিট শেষ হয়ে গেছে। যাত্রীদের অভিযোগ- ভাড়া যেমন বেশি নেয়া হচ্ছে তেমনি ‘অন্য কোনভাবে ব্ল্যাকে’ টিকিট দেয়া হচ্ছে। না হলে এতো দ্রুত টিকিট শেষ হবে কেন? যাত্রীদের এমন নানান অভিযোগে গাবতলী টার্মিনালের বাস কাউন্টারগুলোতে প্রায়ই হুল্লোড় চলছে। তবে অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটি’র কোন তৎপরতা এখানে দেখা যায়নি।
আজ সোমবার ( জুন ২০) সকালে দীর্ঘ লাইনে এসে দাঁড়িয়েছেন অনেকে। লাইনে থাকা অপেক্ষমাণ টিকিট ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, চার-পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও ৪ জুলাইয়ের টিকিট পাচ্ছেন না কেউ। ৫ জুলাই’র টিকিট নিয়েই বের হতে হচ্ছে। তাছাড়া টিকিটের জন্য প্রায় ১৫০-২০০ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে। ঢাকা থেকে পঞ্চগড় যেতে ৮৫০ টাকা দিয়ে টিকিট কিনছেন অনেক যাত্রী। সাধারণত ৭০০ টাকা দিয়ে এ টিকিট পাওয়া যায়। কিন্তু ঈদকে পুঁজি করে দেড়শো টাকা অতিরিক্ত ভাড়া দিয়ে উক্ত টিকিট কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
শুধু হানিফ নয় অতিরিক্ত ভাড়া নিচ্ছে এসআর ট্রাভেলস, নাবিল পরিবহন সহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী প্রতিটি পরিবহন। উপায় না দেখে যাত্রীরা অতিরিক্ত দামে এসব টিকিট কিনতে বাধ্য হচ্ছেন। তবে কেউই এখন আর কাঙ্ক্ষিত তারিখের টিকিট পাচ্ছেন না। বাস কাউন্টার সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবারের ঈদযাত্রায় ৩০ জুন ও ৪ জুলাইয়ের টিকিটের চাহিদা অনেক বেশি। তার কারণ সরকারি চাকরিজীবীরা ৬ জুলাইকে সম্ভাব্য ঈদের দিন ধরে ৩০ জুন শেষ কার্যদিবস হিসেবে বাড়ি যাওয়ার টিকিট কিনতে এসেছেন। এ ছাড়া বেসরকারি চাকরিজীবীরা ৪ জুলাই সর্বশেষ কার্যদিবস ধরে বাড়ি যাওয়ার দিন ঠিক করেছেন। এ জন্যই এই দুই দিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। টিকিট বিক্রেতাদের মত হচ্ছে, এই দুই দিনের টিকিটের চাহিদা মেটাতে সবচেয়ে বেশি হিমশিম খেতে হবে। তবে ১ ও ৫ জুলাইয়ের টিকিটের চাহিদাও কম নয়।