
নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা থেকে সোমবার সকালে রহিমা বেগম নামে এক নারীর (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সাটুরিয়া থানা পুলিশ। আজ সোমবার সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিমা উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাঙ্গাবাড়ি এলাকার ছাবেত আলীর স্ত্রী।
সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে একটি জাম্বুরা গাছে রহিমার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সাটরিয়া থানার সেকেন্ট অফিসার এসআই লুতফর রহমান জানান, রহিমা বেগমের জমানো ২০ হাজার টাকা কয়েক দিন আগে হারিয়ে যায়। তারপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
ধারণা করা হচ্ছে, মানসিক দুশ্চিন্তা থেকে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।