
নিউজ ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে বাধা দেওয়ায় ইউএনও'র ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রীবরদী পৌরসভার মেয়র আবু সাইদকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে তিনি হাইকোর্টের নির্দেশনায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা জানালে উভয় পক্ষের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩১ মে শ্রীবরদী উপজেলার ছয় ইউনিয়নে নির্বাচন চলাকালে আওয়ামী লীগদলীয় পৌর মেয়র আবু সাইদ আচরণবিধি লঙ্ঘন করে সরকারি গাড়ি ব্যবহার করায় স্থানীয় মামদামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাকে বাধা দেন ইউএনও হাবিবা শারমীন। এতে মেয়র সাইদ চটে গিয়ে ইউএনওকে লাঞ্ছিত করে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। একই দিন সন্ধ্যার পর স্থানীয় কাকিলাকুড়া এলাকায় হামলার শিকার হন ইউএনও। ওইসময় তাঁর সরকারি গাড়িটিও ভাঙচুর করা হয়। ঘটনাটি তিনি জেলা প্রশাসনকে অবহিত করলে জেলা প্রশাসন তা নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠায়।
পরে নির্বাচন কমিশনের নির্দেশে স্থানীয় সরকার বিভাগ পৌর মেয়র সাইদকে সাময়িক বরখাস্ত করে। এরপর ১৬ এপ্রিল ইউএনও হাবিবা শারমীন বাদী হয়ে মেয়র আবু সাইদসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।
পরে মেয়র সাইদ হাইকোর্টে রিট করলে তাঁর সাময়িক বহিষ্কারাদেশ স্থগিত হয়ে যায়। ১২ জুন হাইকোর্টে হাজির হয়ে অন্তর্বর্তী জামিনের প্রার্থনা করলে ২০ জুনের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।