
নিউজ ডেস্ক: বাগেরহাটের মোরেলগঞ্জে অরুণ সেন নামে আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে নিজ দলের কর্মীরা। গতকাল রবিবার রাত ৯টার দিকে বনগ্রাম ইউনিয়নের মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এই সময় অপর দুই কর্মী পুলিন সেন (৫৫) ও অনল সেনকে (৪৫) পিটিয়ে আহত করেছে তাদের দলের কর্মীরা। অরুণ সেন ও পুলিনকে রাত ১টার দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ইউপি নির্বাচনের জের ধরে, বর্তমানে এলাকায় চলমান কাজের অর্থ ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে একই গ্রামের আওয়ামী লীগ কর্মী রিয়াজ শেখ, কামাল শেখসহ ৭-৮ জনের একটি দল এই হামলা চালায় ।
আহত অনল সেন অভিযোগ করে বলেন, গেল ইউপি নির্বাচনের জের ধরে হামলাকারীরা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুণ সেনের বাম হাত ভেঙ্গে দিয়েছে এবং কর্মী পুলিন সেন ও অনল সেনকে পিটিয়ে আহত করেছে। এতে করে থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, ঘটনাটি নিজেদের মধ্যেই ঘটেছে। এখন ও পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি তবে রাতেই অভিযান চালিয়ে মিঠু বিশ্বাস নামে আওয়ামী লীগের এক কর্মীকে আটক করা হয়েছে।