
নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অপূর্ণাঙ্গ জোড়া শিশু মোহাম্মদ আলীর শরীরে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল ১০টা ৩৪ মিনিটে হাসপাতালের আধুনিক অপারেশন থিয়েটারে পূর্ণাঙ্গ শিশুর দেহ থেকে সফলভাবে অপূর্ণাঙ্গ শিশুটিকে আলাদা করা হয়।
হাসপাতালের পেডিয়াট্রিক বা শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রুহুল আমিনের নেতৃত্বে এ জটিল অস্ত্রোপচারটি করা হয়। তার সঙ্গে ছিলেন ১৮ সদস্যের মেডিক্যাল টিমের সদস্যরা। গত ৭ মার্চ বাগেরহাটের রামপালের শোলাপুরা গ্রামে হীরামনি ও জাকারিয়া দম্পতির চতুর্থ সন্তান অপূর্ণাঙ্গ জোড়া শিশু মোহাম্মদ আলীর জন্ম হয়। তারপর গত ১০ মার্চ তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।
জোড়া শিশু'র সফল অস্ত্রোপচারের সাথে সংশ্লিষ্ট চিকিৎসক রুহুল আমিন সংবাদমাধ্যমকে একটি পূর্ণাঙ্গ শিশু কিন্তু তার উপর ভর করেছিল আরেকটি শিশুর পেটের নিচের অর্ধেকসহ শরীরের নিম্নাঙ্গ। ঊর্ধ্বাঙ্গের মাথা, বুক ও দু হাত নেই অর্থাৎ আংশিক বা অপূর্ণাঙ্গ । শিশুটি তার আংশিক অস্তিত্ব নিয়ে একটি পূর্ণাঙ্গ শিশুর ওপর ভর করে বেঁচে ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয়, প্যারাসাইটিক টুইন বা অপূর্ণাঙ্গ যমজ।