
নিউজ ডেস্কঃ নাজিমুদ্দিন সরকারি কলজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে হামলার প্রতিবাদে আজ সোমবার সকালে নেত্রকোনায় মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ব্যানারে নেত্রকোনা সরকারি কলেজের সামনে এ মানববন্ধনে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় সমাজে গনসচেতনতা লক্ষ্যে এ মানববন্ধন করা হয়েছে বলে বক্তব্য রাখেন শিক্ষা সমিতির সভাপতি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক পরিষদ সম্পাদক বিধান চন্দ্র মিত্র, কলেজ ইউনিটের সম্পাদক এ এস এম আতিকুর রহমান, বাংলা সহকারী প্রভাষক গোলাম মোস্তফাসহ প্রমুখ।