News71.com
 Bangladesh
 20 Jun 16, 11:05 AM
 492           
 0
 20 Jun 16, 11:05 AM

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ।।

ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ।।

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার সকাল ৭টা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ছাড়াও কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, কলেজ গেটসহ বিভিন্ন স্থানের কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে।

প্রথম দিন ভোর থেকেই গাবতলীতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। টিকিট নিতে আসা অধিকাংশরাই জানান, ৩০ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে টিকিট কিনতে বেশি আগ্রহী। এসআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও সোহাগ পরিবহন কাউন্টারের সামনে ছিল অধিকাংশ যাত্রীদের তীব্র ভীড়।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়ার পর গত তিন দিন বাস মালিকরা টিকিট বিক্রির পূর্বপ্রস্তুতি নেন। হানিফ, শ্যামলী, ঈগল, সাকুরা, নিরালাসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে গতকাল কাউন্টার মাস্টার ও অন্যান্য কর্মীদের প্রস্তুতি নিতে দেখা গেছে। ওই সমিতির নিয়ন্ত্রণাধীন বাস মালিকরা কাউন্টারের সামনে ভাড়ার তালিকা ও টিকিট বিক্রির বিজ্ঞপ্তি টাঙিয়ে রেখেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন