
চুয়াডাঙ্গা সংবাদদাতা: হাসপাতালের কোনো ওয়ার্ড এ জায়গা না পেয়ে বয়সের ভারে নুয়ে পরা একজন বৃদ্ধের জায়গা হয়েছে হাতপাতালের টিকিট কাউন্টারের দেয়ালের পাশে।সড়ক দূর্ঘটনায় আহত হলে কোন রকমে হাসপাতালে পৌঁছে এই বৃদ্ধ।জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও ওয়ার্ডবয় তাকে চিকিৎসা দিয়ে ফেলে রাখে হাসপাতালের ফটকে।
দায়সারা চিকিৎসা দিয়েই হাত গুটিয়ে ফেলেছেন নার্স,ডাক্তার সহ হাসপাতালের সকলে।পাশ দিয়ে হেঁটে গেলেও কারও চোখে পড়ছে না বৃদ্ধকে । হাসপাতাল থেকে তাকে সরবরাহ করা হয় নি কোন ঔষধ। মাথায় হাতে পায়ে সহ নানা জায়গায় আঘাত পেয়ে আহত নাম না জানা বৃদ্ধার সাথে কথা বলতে চাইলে কোন কথা বলতে পারে নি সে।ভাঙ্গা ভাঙ্গা গলায় শুধু উচ্চারণ করেছে দর্শনা শ্যামপুরের নাম।যা থেকে অনুমান করা যেতে পারে তার বাড়ি শ্যামপুরে কোথাও হবে।
বৃদ্ধকে কোনো ওয়ার্ডে না দিয়ে কেন এভাবে মেঝেতে ফেলে রাখা হয়েছে। এ বিষয়ে দায়িত্বে থাকা জরুরী বিভাগের ডাক্তার কে জিজ্ঞাসা করা হলে ডাক্তার ওয়ালিয়া রহমান বলেন, ' আমরা আমাদের মত বৃদ্ধকে জরুরী সেবা দিয়েছি এরপর তাকে কেউ দেখলো কি দেখলো না সে বিষয়টা আমাদের দেখার বিষয় না। আর ঔষধ দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলতে চান নি তিনি। ওয়ার্ডে দায়িত্বে থাকা নার্স কে ঐ রোগির বিষয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি কিছু জানেন না বলে জানান।
রোগিকে জরুরী সেবা দিয়েই কি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব শেষ?রোগির সাথে কোন লোক না থাকলে কি তাদের কে সঠিক সেবা দেওয়া হবে না? রোগির লোক না থাকলে কি তাদের কে হাসপাতাল থেকে বরাদ্দ ঔষধও দেওয়া হবে না? এসব বিষয়ে সিভিল সার্জন কে জিজ্ঞাসা করা হলে, সিভিল সার্জন কর্মকর্তা সিদ্দিকুর রহমান কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নাম না জানা বৃদ্ধ কে সঠিক ভাবে চিকিৎসা দেওয়ার আশ্বাস দেন।