News71.com
 Bangladesh
 20 Jun 16, 12:13 AM
 6902           
 0
 20 Jun 16, 12:13 AM

সাভারে ইফতার মাহফিলে খাবার বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ

সাভারে ইফতার মাহফিলে খাবার বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ

নিউজ ডেস্ক: সাভারে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আয়োজিত ইফতার মাহফিলে খাবার বিতরণকে কেন্দ্র করে কয়েক দফায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ ও পদদলিত হয়ে প্রায় ১০ জন আহত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় সাভারের আমিনবাজার এলাকার কাউন্দিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতিকুর রহমান শান্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ায় আজ রবিবার তিনি গোয়ালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ কাউন্দিয়া ইউনিয়নের কয়েক শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। পরে ইফতারের আগ মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়দের মধ্যে ইফতার হিসেবে বিরিয়ানী বিতরণ শুরু করেন চেয়ারম্যানের লোকজন। এ সময় ইফতার বিতরণকে কেন্দ্র করে শুরু হয়ে যায় হট্টগোল। কয়েক দফায় আয়োজক কমিটির সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ইফতার আয়োজন কমিটির সাথে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বেধে যায়।


এতে লিটন, মুরাদ, রনিসহ প্রায় দশজন আহত হন। পরে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ইফতার না করেই বাড়ি ফিরে গেলে ইফতার ও দোয়া মাহফিল পণ্ড হয়ে যায়। স্থানীয় আবুল হোসেন জানান, কাউন্দিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত ইফতার মাহফিলে দাওয়াত করেন। তবে ইফতার বিতরনের সময় অনুষ্ঠানের আয়োজক কমিটি বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা কয়েকজন স্থানীয়কে গালমন্দও করে। পরে তিনি ইফতার না করেই বাড়ি ফিরে যান। ইফতার না পেয়ে ক্ষুব্ধ কণ্ঠে রমিজ আলী, হাসেন মিয়াসহ একাধিক ব্যক্তি বলেন, রমজান শান্তির মাস। আর সেই মাসেই আল্লার সন্তুষ্টির জন্য দিনভর কোন কিছু না খেয়ে তারা রোজা রাখেন। অথচ সেই ইফতার মাহফিলে তাদেরকে দাওয়াত দিয়ে এ ধরনের আচরণ মোটেই কাম্য নয়।


এ ঘটনার সত্যতা স্বীকার করে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শান্ত বলেন, ইফতার মাহফিলে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল। তবে তাদের কয়েকজন নেতাকর্মী চলে যাওয়ার পরপরই এমন হট্টগোল শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন