
নিউজ ডেস্ক: জঙ্গি তৎপরতা, নাশকতা ও সন্ত্রাস দমনে জনসচেতনতা বৃদ্ধি করতে খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘ডিফেন্স পার্টি’ গঠন করা হয়েছে। আজ(১৯জুন) রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান বিপিএম।
এসময় রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় এ দেশে আশানুরূপ উন্নয়ন হচ্ছে। উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এবং দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে কিছু দুস্কৃতকারী ধর্মযাজক, মুক্তমনা লেখক ও ভিন্ন ধর্মাবলম্বীদের হত্যা করছে। ততিনি বলেন এ সব হত্যাকারীদের তথ্য প্রশাসনের কাছে উল্লেখ রয়েছে। যে কোন মূল্যে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। এ লক্ষ্য নিয়ে বাংলাদেশের পুলিশ বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোস্তফা কামাল খোকন, মাওলানা মো. কাইয়ুম জোয়াদ্দার, হিমাংশু বিশ্বাস, গোপাল চন্দ্র দে, উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, হুমায়ূন কবীর বুলু, মোস্তফা সরোয়ার ও শাহ নেওয়াজ জোয়ার্দ্দার।
অনুষ্ঠান শেষে উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের উপস্থিতিতে ‘ডিফেন্স পার্টির’ সদস্যদের মধ্যে লাঠি ও বাঁশি বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নূর-ই-আলম, অতিরিক্ত ডিআইজি একরামুল হাবীব, র্যাব-৬-এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, বিজিবি খুলনা সেক্টরের সিও লে. কর্নেল মো. আরিফুল হক, খুলনার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার প্রশান্ত কুমার দে, পুলিশ পরিদর্শক ত.ম. রোকনুজ্জামান প্রমুখ।