News71.com
 Bangladesh
 19 Jun 16, 11:22 PM
 470           
 0
 19 Jun 16, 11:22 PM

ট্যাক্সি হিসেবে আমদানি করা বিলাসবহুল গাড়ি জব্দ করল শুল্ক বিভাগ...

ট্যাক্সি হিসেবে আমদানি করা বিলাসবহুল গাড়ি জব্দ করল শুল্ক বিভাগ...

নিউজ ডেস্কঃ শুল্ক সুবিধা অপব্যবহার করে ট্যাক্সি হিসেবে আমদানি করা বিলাসবহুল টয়োটা হ্যারিয়ার গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এই সময় শুল্ক সুবিধার অপব্যবহার করে আমদানি করা একই মডেলের আরেকটি গাড়ি শো’রুম থেকে জব্দ করা হয়।শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তমা গ্রুপের হলুদ রঙের একটি টয়োটা হ্যারিয়ার মডেলের ট্যাক্সিক্যাব ব্যক্তিগতভাবে ব্যবহৃত হচ্ছে- এমন গোপন সংবাদ পায় শুল্ক গোয়েন্দারা। তারপর গোপনে নজরদারি করা হয়। গাড়িটি রাস্তায় চললেও রেজিস্ট্রেশন নম্বর, ট্যাক্সি ফোন নম্বর বা আমদানিকারক প্রতিষ্ঠানের নাম গাড়িটিতে ছিল না।

আইন অনুয়ায়ী ট্যাক্সি হিসেবে আমদানি করা গাড়ি ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায় না। এই গাড়ির আমদানি শুল্ক ২১৭ শতাংশ। শুল্কসহ দু’টি টয়োটা হ্যারিয়ারের মূল্য প্রায় এক কোটি টাকা। ড. মইনুল খান আরও বলেন, অবৈধভাবে এতে প্রায় ৫০ লাখ টাকা শুল্ক সুবিধা নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন