
নিউজ ডেস্কঃ পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আসামি হল হারুন খাঁ (৪২) পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কসমত পুতাপপুর এলাকার হাবিুর রহমানের ছেলে। আজ রবিবার তাকে সেবক নিত্যরঞ্জন পাণ্ডে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ রবিবার ভোর রাতে তাকে আটক করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সী আবু কুদ্দুস বলেন, হারুন খাঁকে রোববার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক ও অফিস সহকারী নিত্যরঞ্জন পাণ্ডে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে পাবনা আমলী আদালত-১ এ হাজির করা হয়।তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক নাজিমুদ্দৌলা উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এক শিবির নেতাসহ ২জনকে পাঁচ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। এনিয়ে এ মামলায় তিনজনকে রিমান্ডে নিলো পুলিশ।
এর আগে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এক শিবির নেতাসহ দুইজনকে পাঁচ দিন করে রিমান্ডে নেয় পুলিশ।