News71.com
 Bangladesh
 19 Jun 16, 08:51 PM
 437           
 0
 19 Jun 16, 08:51 PM

সরকার সাম্প্রতিক গুপ্তহত্যায় ভীত নয়: মন্ত্রী ওবায়দুল কাদের

সরকার সাম্প্রতিক গুপ্তহত্যায় ভীত নয়: মন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: সরকার সাম্প্রতিক গুপ্তহত্যার কারণে ভীত নয় বলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জঙ্গি, গুপ্তহত্যাকারী, এদের পেছনে যারা আছে, অর্থ যোগান দিচ্ছে তারা সকলেই পরাজিত হতে বাধ্য। আজ রবিবার বিকালে রাজধানীর আসাদ গেটে 'দেশে চলমান গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা'র প্রতিবাদে ১৪ দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসকে চিরতরে এদেশ থেকে বিতাড়িত করতে বড় ধরনের অ্যাকশনধর্মী কর্মসূচি দেয়া প্রয়োজন। এটা হতে পারে ৫০ থেকে এক লাখ লোকের একসঙ্গে মিলিত হয়ে বড় ধরনের বিক্ষোভ মিছিল। তিনি বলেন, খণ্ড খণ্ড কর্মসূচি না দিয়ে মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িক ও প্রগতিশীল সকল শক্তিকে একই প্লাটফর্মে এসে জঙ্গি ও গুপ্তহত্যাকারী ও তাদের দোসরকের প্রতিহত করতে হবে। কারণ রাজনীতিতে প্রকাশ্য শত্রুর চেয়ে এই গোপনীয় শত্রুরা অনেক বেশি ভয়ংকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন