
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জে শরীর থেকে মাথাবিচ্ছিন্ন অজ্ঞাত (৪০) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৯ জুন) দুপুরের দিকে পুলিশ সদর উপজেলার জারিলা গ্রামের একটি ধইনচ্যা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ক্ষেতের মধ্যে মাথাবিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সংশ্লিষ্ট থানায় সংবাদ দেয়। তৎপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন শরীরের গলিত লাশটি উদ্ধার করে পুলিশ। এরপর খোঁজাখুঁজির পর প্রায় একশ’ থেকে দেড়শ গজ দূরে মাথার খুলি পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, প্রায় ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যার পর মাথা ও শরীর আলাদা স্থানে ফেলে রাখা হয়েছে। এতদিনে লাশটি পঁচে গেছে। শরীরের মাংস খুলে হাড় বেরিয়ে গেছে। লাশটির মাথায় চুল নেই। শুধু খুলিটুকু রয়েছে। মাথাসহ শরীর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।