
নিউজ ডেস্ক: দেশের চলমান গুপ্তহত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, দেশের আজকের অশান্ত পরিবেশের জন্য খালেদা জিয়া দায়ী।
পুরোহিতকে হত্যা করা হয়, বেছে বেছে টার্গেট কিলিং করা হয় যাতে প্রতিবেশী দেশ প্রতিক্রিয়া দেয়। তিনি বলেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কঠোরভাবে জঙ্গিবাদী কর্মসূচি নির্মূলের সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা সম্পূর্ণভাবে জঙ্গিবাদকে নির্মূল করবো। আর এতে খালেদা জিয়া অতীতের মত ভবিষ্যতেও পরাজিত হবেন।
আজ রবিবার বিকালে রাজধানীর রাসেল স্কয়ারে 'দেশে চলমান গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা'র প্রতিবাদে ১৪ দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাদের অংশগ্রহণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়েছে। তোফায়েল বলেন, উত্তরায় যে অস্ত্র পাওয়া গেছে তা যৌথবাহিনীর অভিযানের ফসল।
দুষ্কৃতিকারীরা উপলব্ধি করেছে তাদের পথ সঠিক নয়। তোফায়েল বলেন, ইফতার পার্টিতে মানুষ আল্লাহর নাম নিয়ে মুনাজাত করে পরম করুণাময়ের কাছে ক্ষমা চায়। কিন্তু খালেদা জিয়া প্রত্যেকদিন গলা ফাটিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এমনকি শেখ হাসিনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেন।