
নিউজ ডেস্কঃ খুলনায় নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গুরুত্বপূর্ণ অফিস, সার্কিট হাউজ, ধর্মীয় প্রতিষ্ঠান, শপিংমল, বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে সিসি ক্যামেরার সংখ্যা আরও বাড়ানোর জন্য গুরুত্বারোপ করা হয়েছে।
আজ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।
জেলা প্রশাসকের নেতৃত্বে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে মসজিদের ইমামদের নিয়ে আলোচনা অব্যাহত রাখা এবং সবাইকে সচেতন করার উদ্যোগ নেওয়ার জন্য সভায় সিদ্ধান্ত হয়।
প্রশাসনের হস্তক্ষেপের ফলে বর্তমানে ইভটিজিং অনেকাংশে কমে এসেছে দাবি করে আবদুস সামাদ বাল্যবিবাহ রোধে সব বিভাগকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
খুলনা বিভাগের সব জেলা প্রশাসক এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।