
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন- আমরা যদি দেশের নিরাপত্তা সঠিকভাবে দিতে না পারি তাহলে দেশের সব উন্নয়নই থমকে যাবে।’
আজ সকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যদি ব্যবসায়ীদের শিল্প-কারখানা নিরাপত্তা দিতে পারি, হাইওয়ের নিরাপত্তা দিতে না পারি, জনগণ যদি শান্তিতে ঘুমাতে না পারে। তাহলে আমরা মনে করি, আমাদের সব উন্নয়ন ব্যাহত হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেটে অর্থ বরাদ্দের কথা তুলে ধরে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান সমূহের চলমান ৪৬টি প্রকল্প যথাসময়ে সম্পন্ন করার জন্য বাজেটে বরাদ্দ বাড়ানোর প্রয়োজন আছে।
‘আমাদের যোগাযোগ বাড়ছে। পুলিশের সক্ষমতা বাড়ছে, বাড়ছে থানার সংখ্যাও। পাশাপাশি রাস্তাঘাটে পুলিশের দায়িত্বও বাড়ছে। তাই বাজেটেও এ মন্ত্রণালয়ের বরাদ্দ আরও বেশি বরাদ্দের প্রয়োজন।’
বিএনপি-জামায়াতের আন্দোলনের কথা উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সেময় তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো। কিন্তু সরকার তা কঠোর হাতে দমন করতে সক্ষম হয়েছে।
‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি থেকে বের করে এনেছি। দেশকে একটি সক্ষম দেশে উপনীত করা হয়েছে।’
তিনি বলেন, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ এদেশের জনগণ প্রমাণ করেছেন, বাংলাদেশের মানুষ কখনও কোনো জঙ্গি, সহিংসতা, হত্যা ও ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করে না। আর তা প্রমাণ করেই আজ আমরা এগিয়ে যাচ্ছি।
মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাধিটি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
‘দেশবাসীর প্রতি আহ্বান জানাবো- যাতে তারা মাদকের বিরুদ্ধে এক সূরে কথা বলেন। মাদকের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ গড়ে তোলেন। মাদককে না বলেন। কেননা সামাজিক আন্দোলনের মাধ্যমেই এটি প্রতিরোধ করা সম্ভব।’