
নিউজ ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা নামকস্থানে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পতিত হলে এক যাত্রী নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছে ।
আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. নাজিমউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।