
নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মানসিক ভারসাম্যহীন বাবার হাতে ২ বছরের শিশু কন্যা মাহিয়া খুন হয়েছে। আজ রবিবার ভোরে শহরের আজাইপুর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা মাহবুব হাসান বাবুকে (২৬) আটক করেছে পুলিশ। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জানান, পাঁচবছর আগে আজাইপরের লালচাঁন মোল্লার ছেলে মাহবুবের সঙ্গে শহরের নতুন ব্রিজ সংলগ্ন নামোচরী গ্রামের হোসেন আলীর মেয়ে ইয়াসমিনের বিয়ে হয়। গত ২৮ মে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে ইয়াসমিন তার ২ বছরের কন্যা মাহিয়াকে তাঁর শ্বশুরবাড়িতে রেখে চলে যান। মা যাওয়ার পর থেকে মেয়েটি দাদীর কাছে ঘুমাতো।
কিন্তু আজ রবিবার সকালে বাবা মাহবুব মেয়ে মাহিয়াকে নিজ শোবার ঘরে নিয়ে যায়। পাশের ঘরে নামাজ পড়ার সময় শব্দ পেয়ে দাদী ছেলের ঘরে এসে মাহিয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। ধারণা করা হচ্ছে, ইটের টুকরো দিয়ে মাথা থেতলে মেয়ে মাহিয়াকে হত্যা করে বাবা মাহবুব পালিয়ে যান।