
নিউজ ডেস্কঃ ড্যান্ডি ডায়িংয়ের বিরুদ্ধে সোনালী ব্যাংকের দায়ের করা ৪৫ কোটি টাকার ঋণখেলাপি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য ১২ই জুলাই দিন ধার্য করেছেন আদালত ।
আজ ঢাকার অর্থঋণ আদালত-১ এর বিচারক ফাতেমা ফেরদৌস আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন। এর আগে ১১ই মে অর্থঋণ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক ইসমত জাহান আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ই জুন সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছিলেন।
কিন্তু এ দিন ইস্যু গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেছেন উল্লেখ করে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া আবারও আদালতে সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময় আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন ।