
নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজলার আমঝুপিতে বাস শ্রমিক ও ইজিবাইক চালকদের সাথে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কে ঘন্টাখানেক সকল ধরণের পরিবহন চলাচল বন্ধ থাকে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘন্টাখানেক পর পরিবহন চলাচল স্বাভাবিক হয়। রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে আমঝুপি গ্রামের ইজিবাইক চালক মিলন রোগী নিয়ে মেহেরপুর শহর থেকে ফেরার পথে ব্র্যাকের কাছে বাস শ্রমিকরা তার ইজিবাইক আটক করে ভাংচুর করে।
এঘটনায় মিলন আমঝুপিতে ফিরে এসে স্থানীয় ইজিবাইক ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনচালকদের জানালে তারা একত্রিত হয়ে আমঝুপি বাজারে বেরিকেয সৃষ্টি করে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম সেখানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, সদর থানার এসআই মেহেদী হাসান, ইউপি সদস্য আলফাজ হোসেন, আবুল কাশেম , বাস শ্রমিক ও ইজিবাইক চালকের সাথে যৌথ আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।