News71.com
 Bangladesh
 19 Jun 16, 04:13 PM
 453           
 0
 19 Jun 16, 04:13 PM

পাকিস্তান থেকে ন্যায্য পাওনা আদায়ে সরকার বদ্ধপরিকর।। সংসদে পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান থেকে ন্যায্য পাওনা আদায়ে সরকার বদ্ধপরিকর।। সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। আজ রবিবার সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। পররাস্ত্রমুন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সকল আনুষ্ঠানিক বৈঠকসমূহে বাংলাদেশের পক্ষ হতে দেনা বা পাওনার বিষয়টি পাকিস্তানের নিকট জোরালোভাবে উত্থাপন করা হয়েছে। পররাস্ত্রমুন্ত্রী আরও বলেন, পাকিস্তানের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে বর্তমান সরকারের প্রয়াস অব্যাহত রয়েছে। বর্তমান সরকার সম্ভাব্য সবকিছুই করবে। তিনি বলেন, সরকার জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক মূল্যায়ন করে আসছে। পাকিস্তানের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য হবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য সকল সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় পাকিস্তানের সাথে কূটনৈতিক সংযোগ কী মাত্রায় থাকবে তা নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয় সকল দিক বিবেচনায় রেখেছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন