News71.com
 Bangladesh
 19 Jun 16, 04:12 PM
 495           
 0
 19 Jun 16, 04:12 PM

ঈদে গনপরিবহনের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহনমন্ত্রী

ঈদে গনপরিবহনের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহনমন্ত্রী

নিউজ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতরের সময় গণপরিবহনের ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভাড়া বৃদ্ধির প্রবণতা রোধে পর্যবেক্ষক দল (মনিটরিং টিম) মাঠে থাকবে। আজ রোববার দুপুরে সচিবালয়ে পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংএ কথা বলেন ওবায়দুল কাদের ।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদ এলেই পরিবহন মালিকরা ভাড়া বাড়িয়ে দেন। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম কমানোর সঙ্গে সঙ্গে আমরা ভাড়া সমন্বয় করে দিয়েছি। কাজেই কেউ ভাড়া বাড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের সময় টার্মিনালগুলোতে আমাদের মনিটরিং টিম কাজ করবে।’ মন্ত্রী আরো বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত যাতে নির্বিঘ্ন হয়, এ জন্য ঢাকা থেকে বের হওয়ার ১৬টি পয়েন্টে আমাদের এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবে।’ সংবাদ বিফ্রিংয়ের আগে সেতুমন্ত্রী চীনের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, খুলনা ও বাগেরহাট অঞ্চলে চীনের সহায়তায় তিনটি বড় সেতু নির্মাণ করা হবে। এ সেতু তিনটির নির্মাণ ব্যয় চীনের সরকার অনুদান হিসেবে দেবে। এটা কোনো ঋণ নয়। চীন ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবদান হিসেবে এ অনুদান দেওয়া হবে। এ বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন