
নিউজ ডেস্কঃ ৪ দিনের সফরে ভারত গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ(১৯জুন) সকাল ১০টার দিকে বিমানযোগে তিনি দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ২২ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। ভারত সফরে এরশাদের সফরসঙ্গী হয়েছেন তার একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি সুনীল শুভ রায় বলেন, ৪ দিনের ব্যক্তিগত সফরে তিনি ভারত গেছেন। এদিকে বিমানবন্দরে পার্টির চেয়ারম্যানকে বিদায় জানান দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার প্রমুখ।