News71.com
 Bangladesh
 19 Jun 16, 03:58 PM
 455           
 0
 19 Jun 16, 03:58 PM

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

রাজশাহীতে ৫০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ৫৮৫ গ্রাম হেরোইনসহ ইবনে কাজেম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব। গতকাল(১৮জুন)শনিবার গোদাগাড়ী ডিগ্রি কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

এই মাদক ব্যবসায়ী ইবনে কাজেম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর আলাতুলি গ্রামের শফিকুল ইসলামের ছেলে। গতকাল রাত ৯টা ৩০মিনিটের দিকে তাকে আটক করে। র্যাব বলে, হেরোইন কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনির একটি অপারেশন দল গোদাগাড়ী পৌরসভার জোতগোসাইদাস এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৮৫ গ্রাম হেরোইনসহ ইবনে কাজেমকে হাতেনাতে আটক করা তাকে। র্যাব-৫ আরও বলে, উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। হেরোইনসহ ইবনে কাজেমকে আটকের ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন