
সনজিৎ সরকার উজ্জ্বল: শিক্ষা-ঐক্য-সেবা-উন্নয়ন স্লোগানকে ধারণ করে এগিয়ে চলেছে ধামরাই ছাত্র কল্যাণ সংগঠন । এরই ধারাবাহিকতায় আজ রবিবার সংগঠনটির নর্দান বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে ।
মো. আল-আমিনকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে । আহ্বায়ক কমিটি এক মাসের মধ্যে নর্দান বিশ্ববিদ্যালয়ের ধামরাই উপজেলার সকল শিক্ষার্থীকে একত্রিত করবে এবং এরপর পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ।
কমিটির অনুমোদন দেন ধামরাই ছাত্র কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আসাদুজ্জামান( আসাদ) । ধামরাইয়ের উন্নয়নে তিনি তার নিঃস্বার্থ মনোভাব ব্যক্ত করেন ।