News71.com
 Bangladesh
 19 Jun 16, 03:54 PM
 416           
 0
 19 Jun 16, 03:54 PM

ট্রাফিক পুলিশের হয়রানিতে সিএনজি চালকের ভোগান্তি

ট্রাফিক পুলিশের হয়রানিতে সিএনজি চালকের ভোগান্তি

নিউজ ডেস্ক: আজ রবিবার বেলা ২ টা দিকে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স এর সামনে একটি সিএনজি থামতেই, এক পেসেন্জার সিএনজি চালককে মোহাম্মদপুর যাবার কথা বলে । চালক ২০০ টাকা ভাড়া চাইতেই যাত্রী সেখানে দায়িত্বরত ট্যাফিক পুলিশ রুহল আমিনের কাছে অভিযোগ করে।

ইতোমধ্যে ট্যাফিক রুহল আমিন সিএনজি চালককে গাড়ীর কাগজ পত্র দেখাতে বলে। চালক সকল কাগজ পত্র দেখালে সব কিছু ঠিক আছে বলে জানায় সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা ।

তবুও ট্যাফিক পুলিশ রুহল আমিন চালকের উপর চড়াও হয়ে গাড়ীর কাগজ পত্র ছুড়ে মারে। সাধারণ জনগণ জড় হলে মামলা দিবে বলে, রুহল আমিন গাড়ীসহ চালককে নিয়ে চলে যান ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের কোন দোষ নেই শুধু শুধু চালককে হয়রানি করা হয়েছে । এছাড়াও অভিযোগককারী অনুপস্থিত থাকা সত্বেও মামলার নামে তালবাহানা করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন