News71.com
 Bangladesh
 19 Jun 16, 12:54 PM
 525           
 0
 19 Jun 16, 12:54 PM

গাজীপুরে স্কুলছাত্রী হত্যায় যুবকের মৃত্যুদন্ড .....

গাজীপুরে স্কুলছাত্রী হত্যায় যুবকের মৃত্যুদন্ড .....

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বিক্রম চন্দ্র সরকার নামের এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ রোববার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিক্রম চন্দ্র সরকার কালিয়াকৈরের ছোট কাঞ্চনপুর গ্রামের রামপদ মনিদাসের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মানিকগঞ্জের সাটুরিয়া থানার রামরাবন এলাকার সাগর চন্দ্র মনি দাসের মেয়ে কবিতা মনি দাস কালিয়াকৈরের বিজয় সরণি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বিক্রম বিভিন্ন সময় কবিতাকে উত্ত্যক্ত করতেন। এ বিষয়ে অভিভাবকদের কাছে অভিযোগ দেওয়ার পর বিক্রমকে শাসন করা হয়। এ কারণে ক্ষিপ্ত ছিলেন বিক্রম।

গত বছরের ১৩ অক্টোবর কবিতা বিদ্যালয়ে দশম শ্রেণির টেস্টে অংশ নিতে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে গেটের সামনে গেলে বিক্রম তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কবিতাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্রমকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এর পরে নিহত কবিতার বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ বিক্রমকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন