News71.com
 Bangladesh
 19 Jun 16, 12:51 PM
 486           
 0
 19 Jun 16, 12:51 PM

নৌপরিবহনে বিশ্বব্যাংকের দুই হাজার কোটি টাকা ঋণ।।

নৌপরিবহনে বিশ্বব্যাংকের দুই হাজার কোটি টাকা ঋণ।।

নিউজ ডেস্ক: নৌপরিবহন ব্যবস্থা সচল করতে ২ হাজার ২০৮ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কর্মসূচির আলোকে এ সহায়তা দেয়া হচ্ছে। গতকাল শনিবার বিশ্ব ব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, দেশের আঞ্চলিক নৌপরিবহন প্রকল্প-১-এ প্রকল্পে ৩৬ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দেশিয় মুদ্রায় যা দাঁড়ায় ২ হাজার ৮০৮ কোটি টাকা। এ প্রকল্পের আওতায় জলপথের নাব্যতা নিশ্চিতের সঙ্গে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন