
নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ পিটিশন দাখিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী। আজ(১৯জুন) রবিবার দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিভিউ পিটিশন দাখিল করা হয়। রিভিউ পিটিশনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে ট্রাইব্যুনালের রায় বাতিল করে মীর কাসেমকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়েছে। মীর কাসেমের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাসেম বলেন, ৬৮টি পৃষ্ঠার রিভিউ পিটিশনে মীর কাসেমের খালাসের আবেদন জানানো হয়েছে।