News71.com
 Bangladesh
 19 Jun 16, 12:34 PM
 456           
 0
 19 Jun 16, 12:34 PM

উত্তরার খাল থেকে আরও ৩২টি ম্যাগাজিন উদ্ধার।।

উত্তরার খাল থেকে আরও ৩২টি ম্যাগাজিন উদ্ধার।।

নিউজ ডেস্কঃ রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরের বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে আজ রোববার (১৯ জুন) আরও ৩২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া ডুবুরি মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এর আগে গতকাল শনিবার তুরাগ থানার পুলিশ অভিযান চালিয়ে এই খাল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

পুলিশ বলছে, মাত্র কয়েক দিন আগে শেষ হওয়া পুলিশের বিশেষ অভিযানের কারণে সন্ত্রাসীরা ভয়ে এগুলো ফেলে রেখে গেছে। এই অস্ত্রগুলো আনার পেছনে আন্তর্জাতিক ও দেশীয় চক্রান্ত থাকতে পারে বলেও মনে করছেন তারা।

গতকাল পর্যন্ত উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির মধ্যে রয়েছে ৯৫টি ৭.৬২ বোরের পিস্তল, দুটি নাইন এমএম পিস্তল, ১০৬০টি গুলি (এর মধ্যে ৭.৬২ বোরের গুলি ২২০টি ও নাইন এমএম পিস্তলের গুলি ৮৪০ টি), ৪৬২টি ম্যাগাজিন (৭.৬২ বোরের ১৮৯টি, এসএমজির ২৬৩টি ও গ্লোক পিস্তলের ১০ টি), ১০টি বেয়নেট ও গুলি বানানোর ছাঁচ ১০৪টি। সাতটি ট্রাভেল ব্যাগের মধ্যে এগুলো ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন