
নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, আটক তিনজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী। গতকাল শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- সিংগাইরের রাজনগর এলাকার আবদুল বাতেন (২৪) ও একই এলাকার শুকুর আলীর ছেলে সিদ্দিকুর রহমান সিদ্দিক (২০) এবং চর চান্দহর এলাকার স্বপন হোসেন (৩২)।
আজ রবিবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন এলাকায় যেকোনো ধরনের ধ্বংসাত্মক ঘটনা নিবারণে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে ওই তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।