News71.com
 Bangladesh
 19 Jun 16, 12:25 PM
 458           
 0
 19 Jun 16, 12:25 PM

শাহজালালে তিন হাজার কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহজালালে তিন হাজার কার্টন বিদেশি সিগারেট জব্দ

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার ৭০০ কার্টুন বিদেশি সিগারেটসহ ২ জনকে আটক করেছে শুল্ক বিভাগ। আজ রোববার(১৯জুন) ভোর ৫টা৩০মিনিটের দিকে তাঁদের আটক করে। আটকরা হলেন, মো. ইসমাইল আজাদ ও মো. পারভেজ। তাঁদের দুই জনের বাড়িই চট্টগ্রামে।

শুল্ক কর্মকর্তা শহীদুজ্জামান সরকারের ভাষ্য, তাঁরা প্রায়ই বিদেশে যাতায়াত করেন। আজাদ গত চার মাসে আটবার ও পারভেজ দুই বছরে ৪৫ বার বিদেশে যাতায়াত করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেছেন শুল্ক বিভাগ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন