
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বিদেশি নাগরিকসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনাটি ঘটে ।
আহতরা হলেন- এলএসআই ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানার পরিচালক (ফিলিপাইনের) নাগরিক মেরি চিলা পারিস, এজিএম নজরুল আহমেদ ও কোয়ালিটি ম্যানেজার আজাদ। বাকী ৪জনের নাম জানা যায়নি। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা জানায়, রাজধানীর বাড়িধারা এলাকা থেকে একটি মাইক্রোবাসে করে আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (নতুনজোনে) যাচ্ছিলো এলএসআই ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানার পরিচালক (ফিলিপাইনের) নাগরিক মেরি চিলা পারিস সহ ৭ জন ।
এ সময় তাদের মাইক্রোবাসটি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা পলাশ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। পরে তাদের মাইক্রোবাসটি সামনে থাকা একটি বাসকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় মাইক্রোবাসে থাকা কারখানার পরিচালক মেরি চিলা পারিস সহ ৭জন গুরুতর আহত হন। পরে কারখানা কর্তৃপক্ষ খবর পেয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সড়ক দুর্ঘটনায় ১ বিদেশিসহ ৭জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ।