
নিউজ ডেস্কঃ সাতক্ষীরায় বিভিন্ন মামলায় ৪৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল ১০টা পর্যন্ত জেলার আটটি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেছেন, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ২০, জিআর মামলার ১২, সিআর মামলার ৫ আসামি ও ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১০ আসামি রয়েছে।