
নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দুটি ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সফিকুল ইসলাম ও রাসেল । এদের বাড়ি বগুড়া সদর উপজেলায়।
গোড়াই হাইওয়ে থানার সহকারী পরিদর্শক (এসআই) বাবুল শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি মুরগীর খাবার ভর্তি ট্রাক মির্জাপুর উপজেলার সাটিয়াচড়া এলাকায় বিকল হয়। এ সময় ট্রাকটির চালক ও হেলপার গাড়িটিকে মহাসড়কের পাশে থামিয়ে মেরামত করছিলেন। এক পর্যায়ে একই দিক থেকে আসা অপর একটি সিমেন্ট ভর্তি ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বিকল হওয়া ট্রাকটির চালক ও হেল্পার নিহত হন।