News71.com
 Bangladesh
 19 Jun 16, 11:54 AM
 392           
 0
 19 Jun 16, 11:54 AM

কুষ্টিয়ার দৌলতপুরে দুপক্ষের সংঘাত থামাতে গিয়ে এক জনের মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে দুপক্ষের সংঘাত থামাতে গিয়ে এক জনের মৃত্যু

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আজের উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুইজন আহত হওয়ায় তাদের ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, জয়রামপুর এলাকার নুরুজ্জামানের কারখানা নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় স্থানীয় আজের উদ্দিন সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুইপক্ষের মাঝখানে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা এ অবস্থায় আজের উদ্দিনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, হার্ট অ্যাটাক না আঘাতে আজের উদ্দিনের মৃত্যু হয়েছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন