
আবির হাসান খান পলাশ: প্রতিবারের মত এবারও সুন্দরভাবে ইফতার পার্টি আয়োজন করেছিল আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্ট ফেনী সোসাইটি। এবারের ইফতার মাহফিল ছিল একটু ব্যতিক্রম। ইফতার পার্টির পাশাপাশি দ্বিতীয়বারের মত টি-শার্ট বিতরণ করেছে এ সোসাইটি।
এটি অস্ট ফেনী সোসাইটির ৫ম ইফতার মাহফিল এবং ২য় বারের মত টি-শার্ট প্রদানের অনুষ্ঠান। পুরো প্রোগ্রামের দায়িত্বে ছিলেন চমক, তরিকুল, আরাফাত জামিল, ফারুক, আকিব, ফাহাদ, ফামী, নাহিয়ান, আবসার, জাহিদ। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের কৃতি ছাত্র আক্তারুজ্জামান হাসান এবং ১২ ব্যাচের আরে কৃতি ছাত্র রাজীব। যতদিন আহছানউল্লাহ থাকবে ততদিন অস্ট ফেনী সোসাইটি থাকবে, এই মূলমন্ত্রকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে অস্ট ফেনী সোসাইটি ।
২০১১ সালের শেষ দিকে সিভিল বিভাগের সাইফুল, কনক, EEE বিভাগের জিকু, মিরাজ, তুহিন,আসিফ ,পলক; CSE বিভাগের তনয়,নাদিম,সাফায়েত সহ বিভিন্ন বিভাগের ফেনী জেলার শিক্ষার্থীরা একত্রিত হয়ে এ ভ্রাতৃপ্রতিম সংগঠনটি গড়ে তোলেন ।