News71.com
 Bangladesh
 19 Jun 16, 11:41 AM
 371           
 0
 19 Jun 16, 11:41 AM

সিলেটের সুরমায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হলো আটটি গরু

সিলেটের সুরমায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হলো আটটি গরু

নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মুর্তি গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আট গরু। শনিবার রাত ১টার দিকে মুর্তি গ্রামের জয়নাল আহমদের বাড়িতে নৃশংস এ ঘটনাটি ঘটেছে। জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সোলেমান আহমদ এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, জয়নাল আহমদের বাড়ির গোয়ালঘরে পেট্রোল ঢেলে কে বা কারা আগুন দেয়। এতে গোয়ালঘরে থাকা আটটি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মাওলানা সোলেমান জয়নাল আহমদের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান। অমানবিক এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন