
নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষদের সোচ্চার হতে হবে। অপরাধীদের কোন দল, জাতি, ধর্ম বা গোষ্ঠী নাই। প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভাবমূর্তি ও এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নষ্ট করার জন্য প্রত্যেক এলাকায় মানুষরূপী কিছু অমানুষ অপশক্তি হিসেবে কাজ করে। এদের দ্বারা সমাজে অবনতি ছাড়া উন্নতি হয় না। এই অপরাধ দমনে প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে। প্রশাসনকে সহযোগিতার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।
স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খবির উদ্দিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ডিজিএম বেলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা যুব লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন বক্তব্য রাখেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে ১.২ কিলোমিটার লাইন নির্মাণের ফলে রাখালগাছা, হরিপুর ও চক তাজপুর গ্রামের ৮৩টি পরিবার নতুন বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে।